গোদাগাড়ীতে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আহত

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে রবিউল ইসলাম টিটু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়ীয়া এলাকার  মৃত কয়েশ আলীর ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি নূরে আলম জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে গোদাগাড়ী থানা পুলিশের একটি টহল উপজেলাট শিয়ালা মোড় এলাকার মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম টিটুসহ আরো ৪-৫ জন  অবস্থান করছিলো। এই সময় থানা পুলিশের একটি টহল দল তাদের  কাছে আসতে বললে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশ আত্নরক্ষাতে পাল্টা গুলি ছোড়লে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম টিটুর বাম পাশের হাঁটুতে গুলি লাগে। এই সময় তার সঙ্গে থাকা আরো ৪- ৫ জন পালিয়ে যায়। এতে পুলিশের ২-৩ জন আহত হয় বলে জানাযায়।
পরে আহত অবস্থায় তার নিকট হতে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড ম্যাগজিন, ১ টি এমপি কাটিজ ৩ শত গ্রাম হেরোইন উদ্ধার করে।
তাকে রামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
স/আ