সোমবার , ৭ মে ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে নারীর কাছ হতে টাকা ছিনতাই

Paris
মে ৭, ২০১৮ ১২:১২ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে সাহিদা খাতুন নামে এক নারীর নিকট হতে টাকা ও মোবাইল ছিনতাই ঘটনা ঘটেছে।

রোববার দুপুর তিনটার দিকে গোদাগাড়ী পৌর শহরের সুলতানগঞ্জ এলাকার মেলাপড়া গ্রামের সামনে হতে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক হতে এই ছিনতায়ের ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার দুপুরে অটোবাইক যোগে নারী যাত্রী সাহিদা খাতুন গোদাগাড়ী সোনালী ব্যাংক হতে তার বাসা কামাড়পাড়া গ্রামে যাচ্ছিলো। তারা সুলতাগঞ্জে পৌছলে মোটরসাইকেল যোগে দুইজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানায়। পরে তারা যাত্রীর ব্যাগে রাখা ৬৬ হাজার টাকা ও মোবাইল কেড়ে নিয়ে চলে যায়।

পরে সাহিদা খাতুন এই ঘটনায় একটি গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ প্রসঙ্গে গোদাগাড়ী থানার ওসি তদন্ত (তদন্ত) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য- প্রায় দুই মাস আগে একই কায়দায় সোনালী ব্যাংক হতে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় গোদাগাড়ীর আমতলা নামক জায়গা হতে অটোযাত্রীর দুই নারীর নিকট হতে নিজেদের পুলিশ পরিচয় দিলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে বিষয়ে এখনো কোনো তথ্য উৎঘাটন হয়নি। ঘনঘন এমন ঘটনায় এলাকার লোকজনের মনে ভীতি সৃষ্টি হয়েছে।

তবে গোদাগাড়ী মডেল থানায় দীর্ঘদিন ওসি না থাকায় অনেক কাজ ধীরগতি হয়ে পড়েছে যা আইনশৃংখলা কাজের অনেক অবনতি ঘটছে।

সর্বশেষ - রাজশাহীর খবর