গোদাগাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা’—এ প্রতিপাদ্য সামনে রেখে এবার কন্যাশিশু দিবসটি পালিত হয়েছে।

জাতীয় কন্যাশিশু দিবস জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা রাজশাহীর আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্ববাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’লীগ সভাপতি ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ সময় টেলিভিশনের বার্তা সম্পাদক তুষার আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান প্রমূখ।

এ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ, শিশু সমাবেশ,চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স/অ