গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে ৩৭৫ জন শিক্ষার্থীদের মাঝে এই টাকা তুলে দেন।

 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান মন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বরাদ্দকৃত গোদাগাড়ী উপজেলার প্রাথমিক পর্যায়ে প্রত্যেককে ৬’শ টাকা করে ২২৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩৫ হাজার টাকা মাধ্যমিক পর্যায়ে প্রত্যেককে ১২’শ টাকা করে ৯০ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৮ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেককে ২২’শ টাকা করে ৪৪ জন শিক্ষার্থীকে ৮৮ হাজার টাকা ও স্নাতক পর্যায়ে ৩ হাজার ৪’শ ৫০ টাকা করে ২০ জন শিক্ষার্থীর মাঝে ৬৯ হাজার টাকা বিতরণ করা হয়।

 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ উন্নয়ন এলাকার সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের বৃত্তির টাকা প্রদানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূধীজন।
স/শ