বৃহস্পতিবার , ৩১ মে ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পঁচাবাসি খাবার ধ্বংস

Paris
মে ৩১, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে পঁচা, বাসি ও খাবার অযোগ্য খাবার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ী পৌরসভার ম‌হিশালবাড়ী বাজা‌রে এ অভিযান চালানো হয়।

গোদাগাড়ী পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনিটারী ইন্সপেক্টর মোঃ সেমাজুল হকের নেতৃত্বে ঝু‌কি ভি‌ত্তিক খাদ্য প্র‌তিষ্ঠান প‌রিদর্শণকালীন তা‌মিজ হো‌টেল এন্ড মিষ্টান্ন ভান্ডা‌রে অ‌ভিযান প‌রিচা‌লনা করা হয়। হো‌টেল‌টিতে অস্বাস্থ্যকর প‌রি‌বেশে খাদ্য উৎপাদন ও প‌রি‌বেশন লক্ষ্য ক‌রেন খাদ্য পরিদর্শক।

শুধু তাই নয় , ফ্রি‌জে র‌ক্ষিত অা‌গের দি‌নের ভাজা প্রায় ৩ কে‌জি বাসী পিয়াজু , কিছু রান্না করা বাসী মাছ জব্দ ও ধ্বংস ক‌রে পরবর্তী‌তে দোকান মা‌লি‌ক‌কে নিরাপদ খাদ্য অাইন ২০১৩ এর বি‌ভিন্ন ধারার জ‌রিমানার কথা অবগত এবং সতর্ক করা হয়। ভ‌বিষ্য‌তে এধর‌ণের কাজ অার কর‌বেনা ব‌লে দোকান মা‌লিক অ‌ঙ্গিকার ক‌রেন।

জনস্বার্থে এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে সেনেটারী ইন্সপেক্টর সেমাজুল হক জানান।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর