রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Paris
আগস্ট ২০, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী গোদাগাড়ীতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে গোদাগাড়ীর মাদারপুর গ্রাম থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলা ডিবির ইন্সপেক্টর (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী থানার মহিষালবাড়ী বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই দল জানতে পারে, গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বের আমবাগানের মধ্যে কিছু ব্যক্তি হেরোইন কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে।

এসময় সেখান থেকে বুলবুল আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বুলবুল আহমেদকে একজন চিহ্নিত মাদককারবারী ও একাধিক মামলাসহ ৩ মাসের সাজা প্রাপ্ত আসামি।

সর্বশেষ - রাজশাহীর খবর