মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত

Paris
জুন ২৫, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় সোহান হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ  মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে। দবির উদ্দিন একজন পুলিশ সদস্য। এ সময় এই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুরে পুলিশ সদস্য দবির ও তার ছেলে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা উপজেলার গোপালপুর সড়কে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। এই ঘটনায় ওই পুলিশ সদস্যও আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান, তিনি।

সর্বশেষ - দুর্ঘটনা