গোদাগাড়ীতে আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ীতে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৩৫)। সে তানোর উপজেলার চিমনা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে র‌্যাব-৫। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নাজিমের বিরুদ্ধে আদালতের রায় আছে। রায় ঘোষণার আগে থেকে সে পলাতক ছিল। দায়রা মামলা নং-১৬৪৯/১৯, সিআর-১২৭/১৯(তানোর); ধারা এন আই অ্যাক্ট-১৩৮ এবং তানোর থানার সিআর সাজা ওরারেন্ট রেজিস্টারের রিসিভ নং-১৩৯/২৩ এর ১ বছরের বিনাশ্রম কারদণ্ড এবং ৫ লাখ টাকা অর্ধদণ্ড করা হয়েছিল তাকে।

আসামীকে আইনগত ব্যবস্থ্রা গ্রহনের জন্য তানোর থানায় হন্তান্তর করা হয়েছে।