সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, আহত ৩ পুলিশ

Paris
এপ্রিল ২৯, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৪০ মিনিটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)।

ট্রাফিক পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) বজলুর রহমান জানান, সন্ধ্যার পর গুলিস্তান ডন প্লাজার সামনের রাস্তায় ডিউটি করছিলেন তারা। এসময় কে বা কারা একটি ককটেল ছুড়লে সেটি তাদের সামনে এসে বিস্ফোরণ হয়। এতে তারা তিন জন আহত হন। পরে তাদেরকে হাসপাতাল নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, নজরুলের মাথায়, লিটন ও আশিকের পিঠে আঘাত রয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ঘটনাস্থল বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন।

সর্বশেষ - জাতীয়