রবিবার , ৩ জুলাই ২০১৬ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলশানে হামলা: সংবাদ সম্মেলনে আসছেন খালেদা

Paris
জুলাই ৩, ২০১৬ ২:০৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকদের জিম্মির পর হত্যাকাণ্ড নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া।

 

রোববার বিকালে গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

 

তিনি শনিবার রাতে বলেন, “গুলশানের ঘটনার বিষয়ে জানাতে রোববার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। সেখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।”

 

এর আগে বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসন দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন তিনি।

 

ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

 

সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের লাশ উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

 

এ ঘটনা নিয়ে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র: বিডিনিউজ

সর্বশেষ - সব খবর