গুরুদাসপুর ও সিংড়ায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় উঠতি বোরো ধান, আম এবং লিচু সহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

বুধবার বিকেলে জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট ও ধারাবারিষা এবং সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহরসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় ও শিলা বৃষ্টি হয়।

দীর্ঘক্ষণ ধরে শিলা বৃষ্টি হওয়ার কারণে উঠতি বোরো ধান, আম এবং লিচুর ব্যাপক ক্ষতি হয়। বাগানেই ঝরে পড়ে থাকে আম এবং লিচুর। দফায় দফায় শিলা বৃষ্টির কারণে ক্ষতিমুখে পড়েছে আম ও লিচু বাগান মালিকরা। তবে ক্ষয়ক্ষতি নিরপনের জন্য কৃষি কর্মকর্তা কাজ করছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

স/আর