গুমের বড় কারণ ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধ : আইজিপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধই দেশে সাম্প্রতিক গুমের ঘটনাগুলোর বড় কারণ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বার্ষিক পুলিশ শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আইজিপি।

এ কে এম শহীদুল হক বলেন, ‘নাটোর থেকে একজন পুরোহিত মিসিং হলো, পরে কীভাবে তা পাওয়া গেল। তারপর ফরহাদ মজহারেরও একটা নাটক দেখলেন। সেটাও আমরা পাইছি। এ রকম অনেক ঘটনা ঘটে। আবার অনিরুদ্ধ ছিল সেও বেরিয়ে আসছে। সে বলে তাঁর ব্যবসায়িক বিরোধ ছিল। সে সন্দেহ করছে। যাক, সবগুলিই আমরা সিরিয়াসলি পুলিশের দায়িত্ব এটা। কেউ মিসিং হলে, কেউ অপহরণ হলে তাকে উদ্ধার করা পুলিশের দায়িত্ব। আমাদের দায়িত্ব পালনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি দাবি করে আইজিপি বলেন, সিজারসহ দেশের অন্য যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।