মঙ্গলবার , ৯ অক্টোবর ২০১৮ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুজরাতে হিন্দিভাষীদের হেনস্তায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Paris
অক্টোবর ৯, ২০১৮ ৮:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুজরাতে উত্তর ভারতীয়দের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ বলে আখ্যায়িত করেছেন তিনি৷ অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে একজোট হওয়ারও আহ্ববান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ কিন্তু সবাইকে হেনস্তা করে চলে যেতে বলা ঠিক নয়৷’’গত তিন ধরে গুজরাত ছেড়েচেন প্রায় হাজার তিনেক মানুষ৷ স্টেশন জুড়ে ভিড়৷ শরীরজুড়ে আতঙ্ক৷ ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগের৷ অভিযোগ মেহসনায় ১৪ মাসের এক শিশুকে ধর্ষণ করেছে বিহারের এক বাসিন্দা৷

তার গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে ওঠে মোদীর রাজ্য৷ তারপরই ধর্ষককে চেনে এই দাবিতে সেই রাজ্যে বসবাসকারী সব উত্তর ভারতীয়দের ধরে হেনস্থার অভিযোগ ওঠে৷ শুধু শাসক দলের সমর্থকরাই নয়, হেনস্তার অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধেও৷

গুজরাতের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী উদাহরণ হিসাবে বাংলার কথা তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘কলকাতায় বহু ধর্ম, জাতির মানুষ থাকেন৷ কেউ অন্যায় করলে শাস্তি পাবে৷ কিন্তু সেই জাতির সবাই দোষী এটা মেনে নেওয়া যায় না৷ ভয়ঙ্কর ব্যবস্তা চলছে৷’’
স্পষ্ট না করলেও গোটা ঘটনার পিছনে কারোর উস্কানি রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রীতির স্বার্থে পরিস্থিতি বদলের দরকার বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷দেশবাসীর উদ্দেশ্যে তাঁর আহ্ববান, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে৷ সমস্যা সমাধানে সবার এক হওয়া দরকার৷’’

বিহারীদের উপর আক্রমণের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ইতিমধ্যেই পরিস্থিতি সামলাতে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে ফোন করেন নীতীশ৷নারকীয় ঘটনায় দোষীকে সাস্তির দাবি জানানো হয়৷ তবে গোটা বিহারী জাতিকে হেনস্থার নিন্দা করেন তিনি৷ হস্তক্ষেপ দাবি করেন রূপানির৷ একই কারণে গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷

তবে গুজরাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই প্রথম মুখ খুললেন সংশ্লিষ্ট রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী৷

 

সর্বশেষ - আন্তর্জাতিক