গুজব ও ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গুজব রটানো সহজ বলে অসাধু মহল শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বসাধারণকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করছে। এজন্য গুজব রটনাকারীদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- গুজব থেকে সাবধান থাকার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন করবেন প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকরা। গুজবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। জনগুরুত্বসম্পন্ন বিষয়টিতে সদা সতর্ক থেকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিপত্রে আরও বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ ও দুই ভবনের মাঝে জমে থাকা পানি এবং ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন ক্ষেত্র। ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধে চারটি নির্দেশনা দেয়া হয়।

এগুলো হল- খেলার মাঠ ও ভবনগুলো পরিষ্কার রাখতে হবে, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে, ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো শিক্ষার্থীদের নিয়মিত আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।