গিয়াস উদ্দিন আল মামুনের মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুদকের দায়ের করা অর্থপাচারের একটি মামলা আগামী চার মাসের মধ্যে নিস্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষীকে পুণরায় জেরা করতে মামুনের আইনজীবীদের অনুমতি দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষিকে পুণরায় জেরার আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মামুনের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
গত বছর গিয়াস উদ্দিন আল মামুনের এ আবেদনটি খারিজ করে অদেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতে গিয়াস আল মামুনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এস এম শাহজাহান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
বর্তমানে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার বিচার চলছে। নবম সাক্ষিকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। আগামী ২৫ এপ্রিল মামলাটি আবার উঠবে আদালতে।