গাভাস্কারকে ‘কুরুচিকর’ ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ক্ষুব্ধ আনুশকা

এক বেমক্কা মন্তব্য করে ফেঁসে গেলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। গতকাল বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রাহুলের দুটি ক্যাচ তিনি ছেড়ে এই পরাজয়ের জন্য অন্যতম দায়ী কোহলি। স্বামীকে নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারেননি আনুশকা শর্মা। টুইটারে গাভাস্কারকে একহাত নিয়েছেন তিনি। পাশাপাশি গাভাস্কারকে ধারাভাষ্য প্যানেল থেকে বহিস্কারের দাবি উঠেছে।

কোহলি কাল রান তাড়া করতে নেমে ৫ বলে ১ রানে আউট হওয়ার পর তাকে নিয়ে গাভাস্কার বলেন, ‘লকডাউনের সময় সে শুধু আনুশকার বোলিং সামলেছে।’

এরপর টুইটারে প্রচণ্ড ক্ষুব্ধ আনুশকা শর্মা লিখেন, ‘জনাব গাভাস্কার, আপনার বার্তাটা কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই স্বামীর খেলার জন্য তার স্ত্রীকে দোষারোপ করার মতো কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করার কথা ভাবলেন কীভাবে? বছরের পর বছর ধরে খেলায় ধারাভাষ্য দেওয়ার সময় আপনি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন। আমার ক্ষেত্রেও আপনার একই সম্মানবোধ থাকা উচিত নয় কি? আমি নিশ্চিত, কাল রাতে আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আপনি অন্য আরও অনেক কথা বলতে পারতেন। নাকি শুধু আমার নামটা ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে?’

শুধু আনুশকা শর্মা নয়, গাভাস্কারকে ধুয়ে দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরাও। কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হলেও কাল বেঙ্গালুরুকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। কিন্তু এজন্য তার পরিবারকে টেনে আনতে হবে- এটা কেমন কথা? অবশ্য কোহলি মাঠে খারাপ খেললেই আনুশকাকে দোষারোপ করা নতুন কিছু নয়। এজন্য একবার তো দুজনের প্রেম প্রায় ভেঙেই যাচ্ছিল। পরে তা জোড়া লাগে। কিন্তু সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিও এই কাণ্ড করবেন!

 

সূত্রঃ কালের কণ্ঠ