গাবতলীতে ভূমিহীনদের মাঝে চারাগাছ বিতরণ

বগুড়া প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপ সহকারি কৃষি কর্মকর্তা জান্নাতুন মহল তুলি’র উদ্যোগে রবিবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের কৈঢোপ আবাসন প্রকল্পের ভূমিহীনদের মাঝে বিনামূল্যে ঔষধী ও ফলদ বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়েছে।

এ সময় চারাগাছ বিতরণ করেন প্রধান অতিথি কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে বিশেষ অতিথির বক্তব্য ওদন উপ সহকারি কৃষি কর্মকর্তা জান্নাতুন মহল তুলি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সাজ্জাদুল ইসলাম সম্রাট, আবাসনবাসী রফিকুল ইসলাম ও বাদল প্রমুখ। এছাড়াও কাগইল নাযের উল্ল্যা সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

স/শা