গাজায় রাতভর হামলার পর মৎস্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় শুক্রবার রাতভর বিমান হামলার পর শনিবার থেকে তাদের উপার্জনের একমাত্র উৎস্য সমূদ্র সৈকত বন্ধ করে দিয়েছে ইসরাইল।

অবরুদ্ধ গাজার মানুষজন সমূদ্রে মৎস্য শিকার করে জীবীকা নির্বাহ করে আসছেন।এটি বন্ধ করে দেয়ায় তারা এখন বেকার হয়ে পড়েছেন।

গত এক মাস ধরে গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। ইসরাইলের দাবি ফিলিস্থিনা আগুনে রকেট উড়িয়ে তারা তাদের ফসলের ব্যাপক ক্ষতি করছে। খবর আরব নিউজের।

গাজায় বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট ছোঁড়া হয়।

ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম ফিলিস্তিনিদের ছোঁড়া ওই রকেট দুটি মাটিতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করেছে।

কিন্তু ইসরাইলের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি রকেটের আঘাতে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৫৮ বছর বযসী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

 

সুত্রঃ যুগান্তর