গাইবান্ধা-১ উপনির্বাচনে ভোট চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন লাখ ৩৮ হাজার ৫৫৬ ভোটার ১০৯টি ভোটকেন্দ্রে ভোট দেবেন।

উল্লেখ্য, গত বছর সড়ক দুর্ঘটনায় এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

যুগান্তর