শুক্রবার , ১০ আগস্ট ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

Paris
আগস্ট ১০, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাসী বাস উল্টে চালক ও এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার বাসিন্দা বাসচালক সাইফুল মিয়া (৪০) ও ঢাকার মিরপুর-১১ নম্বরের বাসিন্দা সরফরাজের মেয়ে চাঁদনি আক্তার (১০)। চাঁদনি মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজের একটি বাস ধাপেরহাটে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও একটি শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - দুর্ঘটনা