সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাইদুর রহমান পাভেল এখন পুরো দস্তুর অভিনেতা। ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’ ফাইনালে লড়েছেন তিনি। সেখান থেকে বের হয়েই নেমেছেন অভিনয়ে। এখন তিনি অভিনয়ের চেনা মুখ।
জনপ্রিয় সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। যেখানে এই অভিনেতাকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে। যে কিনা মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল থেকে হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? ফেসবুকের একটি পোস্টের জেরে এমন প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ।
ছবিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….।’ আর এ নিয়েই নানা প্রশ্ন। তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।
ছবিটির প্রসঙ্গে কথা হয় পাভেলের সঙ্গে।
তিনি বলেন, ‘মালয়েশিয়ার একটি শোতে গিয়েছিলাম। সেখান থেকে কয়েক দিন আগে ফিরেছি। ফেরার পথে এয়ারপোর্টে কয়েকজন পুলিশ সদস্যর সঙ্গে ছবিটি তোলা। আজ ছবিটি পোস্ট করেছি।’
তিনি বলেন, ‘পোস্ট করার পর মনে হলো ভুলই করলাম। অনেকেই ফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। তবে নিছক মজা করতেই পোস্ট করা।’
পাভেল জানান, তাকে প্রথম অভিনয়ে ডাক দেন তপু খান, নাটকটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। পরে টুকটাক নাটক করছিলেন, কিন্তু গণমানুষের কাছে পৌঁছাতে পারছিলেন না। পাভেলের ভাষ্য, আশফাকুর রহমান রবিন ভাইয়ের রেফারেন্সে অমি ভাইয়ের ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে জাকির চরিত্র পাই। এরপর লাইফের গতিপথ বদলে গেছে। আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি কাজ দিয়ে মানুষকে আনন্দ দিতে।
সূত্র: কালের কণ্ঠ