রবিবার , ২৯ মার্চ ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গরমেও ছড়াতে পারে করোনাভাইরাস?

Paris
মার্চ ২৯, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারা বিশ্বে করোনাভাইরাস এখন আতঙ্কের নাম। চীনের হুবে প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। প্রতিদিনই করোনাভাইরাসে হাজারও মানুষের মৃত্যু হচ্ছে।

উহান শহর থেকে যখন করোনাভাইরাসের উৎপত্তি হয়, তখন সেখানে শীতের আবহাওয়া বিরাজ করছিল। এর পর বিশ্বের ১৯৯ দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

তবে অনেকেই ধারণা করছেন, ইউরোপ ও আমেরিকায় শীত থাকায় এবং করোনা মূলত ঠাণ্ডা-কাশি ও জ্বরের মতো রোগ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই গরমে করোনা খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। গরম পড়লেই হয়তো এই ভাইরাস মরে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলছে, করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এ রকম অনেক ভুল ধারণা তৈরি হয়েছে।

আর এই ভুল ধারণার কারণে করোনাভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে পরিত্রাণের বিভিন্ন ফর্মুলা।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে চোখ রাখলেই প্রতিদিন এমন হাজারও পরামর্শ তত্ত্ব চোখে পড়বে। যেগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন।

কিছু গবেষণাতে দেখা গেছে, গরম আবহাওয়াতে নতুন এই করোনাভাইরাসের স্থায়িত্ব অপেক্ষাকৃত কম। তবে হু বলছে, করোনা নতুন ভাইরাস হওয়ায় নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না গরম- স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই ভাইরাস বাঁচে না।

এখন পর্যন্ত যেসব প্রমাণ বিজ্ঞানীদের হাতে রয়েছে, তা থেকে জানা গেছে, যে কোনো আবহাওয়াতেই করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তারের ক্ষমতা রাখে। তাই আবহাওয়া গরম থাকলেও সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আর বারবার হাত ধুতে হবে এবং চোখ, মুখ ও কান স্পর্শ করা যাবে না।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - লাইফ স্টাইল