গম, গ্যাস ও তেল কিনতে রাশিয়ায় তালেবান কর্মকর্তারা

সিল্কসিটি নিউজ ডেস্ক :

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল, গ্যাস ও গম কিনছে তালেবান। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, রাশিয়ার কাছ থেকে পেট্রল ও বেনজিন কেনার জন্য আফগানিস্তানের জন্য চুক্তির শর্তাবলী নিয়ে মস্কোতে তালেবান প্রশাসন আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তালেবানের বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল রাশিয়ার রাজধানী মস্কোয় গম, গ্যাস ও তেল সরবরাহের চুক্তি চূড়ান্ত করছে বলে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, রাশিয়ান পক্ষের সঙ্গে তারা আলোচনা করছে। চুক্তি সম্পন্ন হলেই এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : যুগান্তর