গবেষণায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির দুই শিক্ষক

রাবি প্রতিনিধি:
গবেষণাকর্মে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে রাবি উপাচার্য শিক্ষকদের হাতে পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।

ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস সংক্রান্ত গবেষণায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস সংক্রান্ত গবেষণায় রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমদ এ পুরস্কার অর্জন করেন।

এ ছাড়াও স্নাতক শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিজ্ঞান অনুষদের আরও ঊনিশ শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আখতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ