‘গণনা বন্ধ করুন’, ট্রাম্পের টুইট

যুক্তরাষ্ট্রে ভোটের গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন কমছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, `গণনা বন্ধ করুন’। এর আগে গতকাল (বুধবার) তার ভাষণে ট্রাম্প এই নির্বাচনকে ‘মার্কিন জনগণের ওপর এক জালিয়াতি’ বলে বর্ণনা করেন এবং ‘সব ভোট বন্ধ’ করার ডাক দেন।

ভোট গণনা বন্ধ করার আশায় ট্রাম্প প্রচারণা দল বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করেছে। তবে কথিত জালিয়াতি বা কারচুপির ওপর কোন প্রমাণ তারা দাখিল করেনি। তারা উইসকনসিনেও পুনগণনার দাবি করছেন। নেভাডার রিপাবলিকান পার্টিও বলছে যে ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা করতে যাচ্ছে। তাদের দাবি, প্রায় ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা ওই অঙ্গরাজ্যের বাসিন্দাই না।

রিপাবলিকান পার্টির কৌশল প্রণয়নকারীদের একজন সেথ ওয়েদার্স বিবিসিকে বলেছেন, ট্রাম্প চাইছেন গণনা প্রক্রিয়ায় রিপাবলিকানদের অধিকতর পর্যালোচনার সুযোগ দেয়ার আগে সব গণনা বন্ধ রাখা হোক।

 

সূত্রঃ কালের কণ্ঠ