গণজাগরণের সময় এসেছে…

একটা রুচিহীন লোভের বিষে বিষাক্ত সমাজে আমরা বাস করছি।ব্যক্তিত্ব মূল্যবোধ নির্বাসনে দিয়ে আদর্শহীন পথে অস্থির-অশান্ত সমাজ তৈরি করেছি।যেনতেন উপায়ে ঘুষ, দুর্নীতি, তদবিরবাজি,কমিশন বাণিজ্যের পথ নিয়েছি রাতারাতি অঢেল অর্থসম্পদের মালিক হতে। সৎ মানুষরা সমাজে বোকা বিদ্রুপ উপহাসের পাত্র। আদর্শিকদের গৃহসন্যাসী বানিয়ে রাখা হয়েছে। অনাচার ব্যভিচার সংস্কৃতিতে সমাজ আজ বিকৃতদের হাতে।সকল খাতে নেতৃত্বের গভীর সংকট। প্রতিবাদী চরিত্রের জায়গায় কাপুরুষরা নিয়েছে ঠাই। সিভিল সোসাইটি বড় বেশি দুর্বল। মানুষের সম্পদ লুটের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অবৈধ অর্থসম্পদ তৈরি করার বিরুদ্ধে আজ জাগ্রত হবার,গণজাগরণের সময় এসেছে। যে সমাজের মানুষের মনে, চিন্তায় লাজশরমহীন দুর্নীতির বেপরোয়া ঔদ্ধত্য দেখা দেয় সেখানে সরকারের লাগামটানা কঠিন হয়ে দাঁড়ায়। জনগণকেও আদর্শিক সমাজ রাজনীতি বিনির্মাণে আসতে হবে। রাজনীতির হিসেব কষলে হবে না।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন