খোকার ছেলে-মেয়ের জামিন আবেদনের আদেশ আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও মেয়ে হাইকোর্টে জামিন চেয়েছেন। পৃথক দুটি জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।

জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক শুনানি করেন।

২০০৮ সালের পহেলা সেপ্টেম্বর দুদক খোকার ছেলে ইসরাথ হোসেন ও কন্যা সারিকা সাদেকের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য পৃথক নোটিস দেয়। কিন্তু তারা সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের ২৯ আগস্ট রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

সম্প্রতি বিএনপি থেকে ইসরাথ হোসেনকে ঢাকা-৬ এ দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপরই তিনি ও তার বোন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান। শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।