খেতেই শেষ টমেটো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খেতজুড়ে লাল লাল টমেটো। কিন্তু খেত থেকে তোলা হচ্ছে না সেগুলো। কেন তোলা হচ্ছে না? সঠিক দাম না পাওয়ায় বগুড়ার অনেক কৃষক খেতেই ফেলে রেখেছেন টমেটো। লাভের আশায় তাঁরা টমেটোর চাষ করেছিলেন। কিন্তু বাজারে সঠিক দাম না পাওয়ায় খেতেই পড়ে আছে, পচছে টমেটো। অনেকে খেত থেকে কুড়িয়েও নিচ্ছেন। অনেক খেতের টমেটো খাচ্ছে গরু-ছাগল। ছবিগুলো সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলা থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে।

দুই বিঘা জমিতে পড়ে আছে পাকা টমেটো। প্রথমারছেও, বগুড়া।দুই বিঘা জমিতে পড়ে আছে পাকা টমেটো। প্রথমারছেও, বগুড়া।এখনো পচন ধরেনি এমন টমেটো সংগ্রহ করছেন এক গৃহিণী। বাহাদুরপুর, বগুড়া।৪০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন জহুরুল ইসলাম। হাটে প্রতি কেজি টমেটোর পাইকারি দাম দুই টাকা। তিনি বিক্রি করেননি। ডি-ডওর, বগুড়া।৪০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন জহুরুল ইসলাম। হাটে প্রতি কেজি টমেটোর পাইকারি দাম দুই টাকা। তিনি বিক্রি করেননি। ডি-ডওর, বগুড়া।সোহেল রানা ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। খেতেই নষ্ট হচ্ছে তাঁর টমেটো। আমতলী পাড়া, বগুড়া।সোহেল রানা ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। খেতেই নষ্ট হচ্ছে তাঁর টমেটো। আমতলী পাড়া, বগুড়া।খেতের টমেটো খাচ্ছে ছাগল। ডি-ডওর, বগুড়া।খেতের টমেটো খাচ্ছে ছাগল। ডি-ডওর, বগুড়া।

প্রথম আলো