খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনার পৃথক ৪টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (১২ জুলাই) খুলনায় ১৭ জনের মৃত্যু হয়।

শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিলো এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন