বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খুলনাকে উড়িয়ে দিল ঢাকা

Paris
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

খুলনা টাইগার্সকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ পর জয়ে ফিরল ঢাকা। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহদের দলটি।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা।

দলের এমন কঠিন পরিস্থিতে একাই লড়াই করে যান জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দর রাজা। তার ৫০ বলের ৫টি চার ও ৪টি ছক্কায় গড়া ৬৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে খুলনা।

টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরান উজ্জামানের উইকেট হারায় ঢাকা। দলীয় ৬৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন জহুরুল ইসলাম অমি (৩০)।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন ৩৪ রান করে।  ২৫ রান করেন শামসুর রহমান শুভ।  শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১১ রান। থিসেরা পেরেরার করা ওভারের প্রথম দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শুভাগত হোম। তিনি ৯ বলে দুই ছক্কার সাহায্যে ১৮ রান করে অপরাজিত থাকেনন।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২০ ওভারে ১২৯/৮ রান (সিকান্দার রাজা ৬৪, মেহেদি হাসান ১৭, মুশফিক ১২;আরাফাত সানি ২/১৫, আজমতউল্লাহ ২/২৫)।

ঢাকা: ১৯.২ ওভারে ১৩১/৫ রান (মাহমুদউল্লাহ ৩৪, জহুরুল ইসলাম ৩০, শামসুর রহমান ২৫, শুভাগত ১৮*)।

ফল: ঢাকা ৫ উইকেটে জয়ী।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা