শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি বিচার যথেষ্ট না: জাতিসংঘ

Paris
জানুয়ারি ৫, ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মামলায় সৌদি আরবে যে বিচার চলছে, তার যথার্থতা যাচাই করেনি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। কিন্তু সংস্থাটি বলছে, কোনো মামলার ক্ষেত্রেই এমনটা যথেষ্ট হতে পারে না।

মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শ্যামডাসানি বলেন, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ২ অক্টোবরের হত্যাকাণ্ডে পাঁচ সন্দেহভাজনের মৃত্যুদণ্ড চেয়েছে দেশটির কৌঁসুলিরা।

আন্তর্জাতিক সংশ্লিষ্টতাসহ একটি স্বাধীন তদন্ত্রের আহ্বান পুনর্ব্যক্ত করে অপরাধীদের ফাঁসির দণ্ডের বিরোধিতা করেছে জাতিসংঘ।

এর আগে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় আটক ১১ জনের প্রথম শুনানি অনুষ্ঠান করেছে সৌদি আরব। এ শুনানিতে ৫ জনের মৃত্যুদণ্ড চেয়েছেন সৌদি অ্যাটর্নি জেনারেল।

বৃহস্পতিবার সৌদি আরবে রিয়াদের অপরাধ আদালতে ১১ জনের প্রাথমিক এ শুনানি হয় বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।

অভিযুক্তদের আইনজীবীরা এদিন চার্জশিটের কপিসহ অভিযোগ পুনপর্যালোচনার জন্য সময় চাইলে তাদেরকে তা মঞ্জুর করা হয় বলে জানিয়েছে এসপিএ বার্তা সংস্থা। আগামী শুনানির কোনো দিন ধার্য হয়নি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, এ মামলায় প্রমাণ চেয়ে তুরস্কের কাছে দুবার লিখিত অনুরোধ পাঠানো হয়েছে। তবে এখনো এতে কোনো সাড়া মেলেনি।

সর্বশেষ - আন্তর্জাতিক