খারকিভে লড়াইয়ে শীর্ষ রুশ কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, খারকিভের কাছে লড়াইয়ের সময় রাশিয়ান সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যদিও ব্রিটিম গণমাধ্যম বিবিসি এর সত্যতা নিশ্চিত হতে পারেনি এবং রুশ বাহিনীরও কোনো মন্তব্য মেলেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিটালি গেরাসিমভ নামের ওই রুশ শীর্ষ কমান্ডার ছিলেন একজন মেজর জেনারেল। যিনি চিফ অব স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার।

এতে আরও দাবি করা হয়, লড়াইয়ে বেশ কয়েকজন সিনিয়র রুশ সেনা কর্মকর্তাও নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন