খাবারের দাবিতে রাজশাহীতে অটোচালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে নগরীতে খুব সীমিত আকারে চলাচল করলেও সব ধরনের অটো ও অটোরিকশার চলাচলও বন্ধ করে দিয়েছে প্রশাসন।

ফলে কর্মহীন হয়ে পড়া অটোচালকরা অর্থ ও খাবারের দাবিতে আজ রোববার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ঐতিহ্য চত্বর মোড়ে মানববন্ধন করেছেন। আটে ও রিক্সা চালকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময়  তারা বলেন, লকডাউনের ফলে অটো চালাতে না পেরে তাদের ঘরে এখন খাবার সংকট দেখা দিয়েছে। আবার অটোগুলোকে বসিয়ে রাখার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ২০০টিরও বেশি অটোচালকের পরিবারে এখন খাবার নেই। তাই তারা বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে।

এদিকে, মানববন্ধন থেকে অটোচালকরা নিয়ম মেনে রাস্তায় অটো ও অটোরিকশা চালানোর অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এছাড়া  তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও স্থানীয় কাউন্সিলর এবং সিটি মেয়রের হস্তক্ষেপও কামনা করেন।

পবার মেট্রো অটো চালকদের শহরে প্রবেশে বাধার প্রতিবাদে মানববন্ধন