খানসামায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

খানসামা  প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুেরর খানসামা উপজেলায় ২ দিন দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিকগণ।
এ বছর ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।