মঙ্গলবার , ১০ এপ্রিল ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খাদ্য অধিকার আইনের দাবীতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Paris
এপ্রিল ১০, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইনের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আফরোজা বেগম, সাধারণ সম্পাদিকা রওশন আরা শ্যামলীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না থাকার কারণে সমাজের দরিদ্র জনগোষ্ঠি ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। সমাজের এই বৈষম্য দূর করতে খাদ্য অধিকার আইনের প্রয়োজন। অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানের দাবী জানান তারা।

পরে জেলা প্রশাসক শাহীনা খাতুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর