খাদেম হত্যায় ১৪ জেএমবির বিরুদ্ধে চার্জশিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। গত ৩ জুলাই অভিযোগপত্র দেওয়া হলেও সোমবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  (তদন্ত) মামুন অর রশীদ মামুন এ তথ্য জানিয়েছেন।

৩ জুলাই রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জেএমবির ১৪ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার ও অন্যদের পলাতক দেখানো হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার, জাহাঙ্গীর হোসেন।

এদের মধ্যে প্রথম সাতজন রংপুরে কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

প্রসঙ্গত, গত বছরের ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার চৈতার মোড়ের মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) গলা কেটে হত্যা করা হয়।

সূত্র: রাইজিংবিডি