খলনায়ক নয়, আমি সবসময় অভিনেতা হতে চেয়েছি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন বছরে সবার প্রত্যাশা থাকে ক্যারিয়ারে নতুন কিছু শুরু করার। আপনার পরিকল্পনা কী?

ক্যারিয়ারের এই সময় এসে আসলে নিজের ক্যারিয়ারের চেয়ে চলচ্চিত্র নিয়েই আমার ভাবনা বেশি। আমাদের চলচ্চিত্রকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়েই ভাবি। নতুন বছরেও তেমন প্রত্যাশা।

নতুন বছরে আপনার ব্যস্ততা?

১০ জানুয়ারি থেকে ‘একটি প্রেম দরকার’ ছবির শুটিং করবো। শেষের দিকের বেশকিছু কাজ বাকি রয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি চলচ্চিত্র হাতে রয়েছে, সেগুলোও শুরু করবো।

খলনায়ক হিসেবে আপনি ইন্ডাস্ট্রিতে এখনো আপনি খুটি ধরে রেখেছেন। এখন অনেকেই খলনায়কের চরিত্রের অভিনয় করলেও তাদের ক্যারিয়ারের স্থায়িত্ব কম। এর কারণ হিসেবে কী বলবেন?

আসলে খলনায়ক নয়, আমি সবসময় অভিনেতা হতে চেয়েছি। এটি মনে হয় সবারই উচিত। খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে অভিনেতা হওয়ার চেষ্টা থাকলে সব ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার সম্ভব। সেই কাজটি হয়তো সবার করা উচিত। ইচ্ছেশক্তিটাও থাকতে হবে।