শুক্রবার , ২১ অক্টোবর ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খরচ বাড়বে কর্কটের, অসুস্থ হতে পারেন মকর

Paris
অক্টোবর ২১, ২০১৬ ৭:২১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভ বার শুক্রবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন হীরা ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। আপনি কৌশলী। আর সেই সঙ্গে দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি দায়িত্ব ও কর্তব্যে সচেতন। অন্যের উপকারে অর্থ, সময় ও শক্তি ব্যয় করতে আপনার কোনো দ্বিধা নেই। কাজে আপনি নিয়মানুবর্তী এবং পরিকল্পনা অনুসারে সবকিছু করতে চান। বাধা, শত্রুতা ও অপবাদের সম্মুখীন হতে পারেন আপনি। তবে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অতিথি আপ্যায়নের জন্য ব্যায়াধিক্য দেখা দিতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো আত্মীয়দের সাথে যোগাযোগ হতে পারে। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। শরীর ভালো যাবে। মানসিক শান্তি অক্ষুন্ন থাকার সম্ভাবনা আছে। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। প্রথম সাক্ষাতেই হয়তো কারো মন জয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ন কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কোনো অসমাপ্ত কাজের জন্য মন খারাপ হতে পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনীতিবিদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম-কর্মে অধিকতর মনোযোগী হতে পারবেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের সাথে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মন ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - লাইফ স্টাইল