ক‍্যামেরার নিরাপত্তা দেবে যে অ্যাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফোনের ক‍্যামেরা বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন থার্ডপার্টি অ‍্যাপ ক‍্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে অনেক ব‍্যবহারকারীর ব‍্যক্তিগত তথ‍্য হাতিয়ে নিতে পারে।

তাই কোনো অ‍্যাপ ইন্সটলের সময় দেখে নিতে হবে অ‍্যাপটি ক‍্যামেরা পারমিশন নিলেও আদৌ সেটি ব‍্যবহারে ক‍্যামেরার প্রয়োজন আছে কিনা। অ্যাপের প্রয়োজন সহজে চেক করা ও ক‍্যামেরা নিয়ন্ত্রণ আরো সহজ করবে ক‍্যামেরালেস অ‍্যাপটি।

এক নজরে অ‍্যাপটির ফিচার

১. অ‍্যাপটির সাহায‍্যে সহজেই ফোনের ক‍্যামেরা নিয়ন্ত্রণ করা যাবে।

২. স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দিন ও তারিখ অনুযায়ী ফোনের ক‍্যামেরা বন্ধ রাখা যাবে অ‍্যাপটির সাহায‍্যে।

৩. অ‍্যাপটির সাহায‍্যে ফোনের ক‍্যামেরা পাসওয়ার্ডের সাহায‍্যে লক করে রাখা যাবে।

৪. চাইলে ব‍্যবহারকারীর লোকেশন অনুযায়ী অ‍্যাপটি লক করা যাবে স্বয়ংক্রিয়ভাবে।

৫. অফলাইনেও ব‍্যবহার করা যাবে অ‍্যাপটি।

৬. অ‍্যাপটিতে রয়েছে উইজেট সুবিধা। যা ব‍্যবহার করে হোম স্ক্রিন থেকে এক ক্লিকে ক‍্যামেরা অনঅফ করা যাবে।

৪.৪ রেটিং প্রাপ্ত অ‍্যাপটি ১ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে প্লেস্টোর থেকে। ৫ মেগাবাইটের অ‍্যাপটি এই ঠিকানা থেকে বিনামুল‍্যে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।