বুধবার , ৩০ আগস্ট ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্লাসের মধ্যেই ঋতুস্রাব! তাই দেখে শিক্ষিকা কী করলেন

Paris
আগস্ট ৩০, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্লাসের মধ্যেই ঋতুস্রাব! তাই দেখে শিক্ষিকা কী করলেন। প্রতীকী ছবি— পিক্সঅ্যাবে

মহিলাদের ঋতুচক্রের কথা প্রকাশ্যে বলতে মানুষ এখনও হাজার বার ভাবে। আজও এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে মেনে নিতে পারেনি সমাজের বড় অংশ। তারই প্রমাণ দিলেন তামিলনাড়ুর এক স্কুল শিক্ষিকা। এক ছাত্রীর ক্লাসের মধ্যে ঋতুস্রাব শুরু হওয়ায়, সহপাঠীদের সামনেই সেই ছাত্রীকে প্রবল বকাঝকা করেন তিনি। আর তার জেরেই আত্মঘাতী হল ওই ছাত্রী।

চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত ১২ বছরের ছাত্রীটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তার পোশাকে দাগ দেখতে পাওয়ায়, ওই শিক্ষিকা বুঝতে পারেন যে ওই ছাত্রীর ঋতুস্রাব হয়েছে। তখনই ওই ছাত্রীকে খুব বকাঝকা করেন তিনি। অসম্মানিত বোধ করে তিরুনেলভেল্লিতে ২৫ ফুট উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ছাত্রীটি।

ছাত্রীর একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ওই শিক্ষিকা তার উপরে অত্যাচার করতেন বলেও সুইসাইড নোটে লিখে গিয়েছে সে।

ওই শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - বিচিত্র