ক্রিশ্চিয়ানো রোনালদোদের নতুন কোচ রাগনিক

চেলসির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করার পর নতুন কোচ নিয়োগ দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত কয়েকদিন ধরে চলমান গুঞ্জনকে সত্য প্রমাণিত করে রাফ রাগনিককেই দেওয়া হয়েছে ইউনাইটেডের দায়িত্ব।

পূর্ণাঙ্গ মেয়াদে ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড ডি গিয়াদের কোচ হচ্ছেন না রাগনিক। কাজের ভিসা পাওয়ার শর্তে চলতি মৌসুমের শেষ পর্যন্ত ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন এ জার্মান কোচ। এরপর নতুন কোচ নিয়োগ দেবে ইউনাইটেড।

তবে মৌসুম শেষেই ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে রাগনিকের। বরং আরও দুই বছরের জন্য দলের পরামর্শক হিসেবে কাজ করবেন এ বর্ষীয়ান কোচ। দুই পক্ষই এ চুক্তিতে রাজি হয়েছে।

রাগনিককে দায়িত্ব দিয়ে ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর জন মুরতাগ বলেছেন, ‘ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শ্রদ্ধেয় এবং উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কোচ রাগনিক। তিনিই আমাদের প্রথম পছন্দ ছিলেন। ম্যানেজম্যান্ট ও কোচিংয়ে প্রায় চার দশকের অভিজ্ঞতা তার।’

নতুন দায়িত্ব নিয়ে রাগনিক বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ক্লাবের জন্য এটিকে সফল মৌসুম করতে আমি মনোযোগী। স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল রয়েছে। আগামী ছয় তাদের আরও এগিয়ে নিতে কাজ করবো।’

এদিকে নতুন কোচ নিয়োগ দিলেও, এখনই কাজ শুরু করতে পারছেন না রাগনিক। তার কাজের ভিসা চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত মাইকেল ক্যারিকই থাকবেন ইউনাইটেডের দায়িত্বে। এরপর রাগনিক দায়িত্ব বুঝে নেবেন।

 

সুত্রঃ জাগো নিউজ