ক্রিকেট ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নামিবিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েটি বিশ্বকাপ খেলবে নামিবিয়া। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল নামিবিয়া।

স্থানীয় সময় বুধবার আবুধাবী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওমানকে ৫৪ হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফ্রিকান এ দেশটি। এ ঘটনায় দেশটির ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে।

দলের প্রথম চার উইকেট ৫৫ রানে হারিয়ে ফেললেও স্মিটের ২৫ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ১৬১রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে। মূলত ৫ম উইকেটে স্মিট-উইলিয়ামসে ৮৩ রানের জুটিই এ বড় সংগ্রহ দাঁড় করায়। উইলিয়ামস ৪১ বলে ৪৫ রান করেন।

জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৫৮রান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১০৭ রানে অলআউট হয়ে যায় ওমান।

নামিবিয়ার জয়ের নায়ক জে জে স্মিট বলেন, ‘আমরা খুবই উৎফুল্ল। আমি এখন এ আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আজ রাতে আমাদের দেশের মানুষ বিজয় উল্লাস করতে করতে বাড়িতে ফিরেছে। আমরা বিশ্বকে নতুন বার্তা দিয়েছি। সবাই বুঝে গেছে আমরা এটা যোগ্য ছিলাম।’