ক্রিকেটীয় জিনিপত্র নিলামে তোলার পরিকল্পনা সাকিবের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে রয়েছে গণপরিবহন, মার্কেট, দোকানপাট। এতে বিপাকে পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। তাদের পাশে দাঁড়ানোর জন্য এবার  খেলোয়াড়দের ক্রিকেটীয় জিনিপত্র নিলামে তোলার পরিকল্পনা করছেন সাকিব আল হাসান।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ পরিকল্পনার কথা জানান দেশসেরা এই অলরাউন্ডার।

এ সময় করোনা সংক্রমণ প্রতিহতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাকিব জানান, অন্যান্য দেশের ক্রিকেটারদের মত নিলামে উঠানো হতে পারে তাদের জার্সি, ব্যাটও। যার অর্থ ব্যবহার হবে অসহায় মানুষ ও চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের পেছনে।

তিনি বলেন, ‘যে যার অবস্থান থেকে এই সময়টায় যেভাবে সম্ভব অবদান রাখা উচিৎ বলে মনে করি। আর আমি একটা জিনিস চিন্তা করছিলাম জানিনা শেয়ার করা ঠিক হবে কিনা। আমি দেখেছি যে অনেক দেশের ক্রিকেটাররাই তাদের টি-শার্ট বা অন্যান্য সরঞ্জাম নিলামে দিচ্ছে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ