ক্রিকেটকে বিদায় জানালেন পার্থিব প্যাটেল

দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। বুধবার এক টুইট বার্তায় সব ধরণের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ভারতের হয়ে মোট ২৫ টেস্টে ৯৩৪ রান ও ৩৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৩৬ করেছেন পার্থিব প্যাটেল। এছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৬ রান করেছেন তিনি।

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছিলেন পার্থিব। ভারতীয় দলের জার্সি গায়ে শেষ টেস্ট ম্যাচটি পার্থিব প্যাটেল খেলেছিলেন ২০১৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানসবার্গে।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে অভিষেক হয়েছিল পার্থিব প্যাটেলের। কিন্তু তার এক-দুই বছরের মধ্যে মহেন্দ্র সিং ধোনির আগমণ হওয়ায় ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন পার্থিব। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ছাড়া আরও বেশ কিছু দলের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ