ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আজস্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছোড়ে। হামলাকারীর হাতে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। এতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজিল্যান্ডের স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় নিহত একজনের নাম ডা. সামাদ আজাদ। নিহত আরেকজনের নাম হোসনা। তাঁর স্বামীর নাম ফরিদ। নিহত দুজনই ক্রাইস্টচার্চে বহু বছর ধরে বাস করছেন। তবে নিখোঁজ দুজন ও আহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, হামলা চালিয়ে বন্দুকধারী জানালার কাচ ভেঙে পালিয়ে যায়। নিজেকে ব্রেন্টন টেরেন্ট বলে পরিচয় দেয়া এই হামলাকারী ২৮ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নাগরিক। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন শহরের অধিবাসী সে। হামলার আগে সে টুইটারে ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ শিরোনামে ৮৭ পৃষ্ঠার দীর্ঘ একটি মেনোফেস্টো প্রকাশ করে।