ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় রাবি শিক্ষার্থীদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, রাবি:
নিউজল্যাণ্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে আততায়ীর হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ‘তারুণ্য ৬৩’ ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানান। একইসঙ্গে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।

মানববন্ধনে ফয়সাল হোসেন সাব্বির বলেন, ‘যে মসজিদে হামলার ঘটনা ঘটেছে সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের আসার কথা ছিলো। এ বিষয়টি অনেক সংবেদনশীল। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের জন্য ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। অন্যান্য দেশ যাদের জীবনমান বাংলাদেশের থেকে নিম্ন; তারাও খেলোয়াড়দের উন্নত দেশগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। এর আগে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে আসে তখন তাদেরকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বাইরের অন্যান্য দেশও বাংলাদেশকে যথাযথ নিরাপত্তা প্রদানের চেষ্টা করে। অথচ বাংলাদেশের খেলোয়াড় ও এর সাথে সম্পৃক্ত কর্তাব্যক্তিরা দেশের বাইরে খেলতে গেলে যথেষ্ট নিরাপত্তা দেয়া হয় না।’

ফোকলোর বিভাগের শিক্ষার্থী তামজীদ রাফিজ বলেন, মসজিদের ভিতরে ইবাদতরত মুসলমানদেরকে গুলি করে হত্যার এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মুসলিমরা যদি মসজিদে নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ? আজ সারাবিশ্বের মুসলমান হুমকির মুখে! আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে ব্রেনটন টারেন্ট নামে এক আততায়ী হামলা চালালে তিনজন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন।

স/শা