ক্যাসিনো ছেড়ে টমেটো চাষে আসুন: কৃষিমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দুর্বৃত্তদের ক্যাসিনো ছেড়ে টমেটো চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকটি গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শন করেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন: আমাদের যুব সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। মাদকাসক্ত হয়ে পড়ছে। কিছু কিছু মানুষ বিভিন্ন দলের নাম ব্যবহার করে দুর্বৃত্তপনা করছে। দলের নামে ক্যাসিনো গড়ে তুলছে। সেসকল দুর্বৃত্তদের এই টমেটো ক্ষেতে নিয়ে আসা উচিত। টমেটো চাষ করে যে লাভ করা যায় তাদের সেটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে।

‘জেলখানায় যেতে হয় না, হাতে হাতকড়া পরতে হয় না, সমাজে সম্মান বাড়ে। টমেটো চাষ শুধু নগরঘাটা নয় পুরো জেলাব্যাপী ছড়িয়ে দেয়া হবে’, বলেন কৃষিমন্ত্রী।

টমেটো একটি দামি ফসল উল্লেখ করে পুষ্টি এবং লাভের জন্য দেশের মানুষকে টমেটো চাষে আসার আহ্বান জানান তিনি। এসময় তিনি বিনা স্বার্থে কৃষকদের ঋণ দেয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।