ক্যাম্পাসেই ভ্যাকসিন পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসেই করোনা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংস্কৃতিক কেন্দ্রে চারটি বুথ করা হবে। সেখানে ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা এসে রাবি শিক্ষার্থীদের টিকা প্রদান করবেন। প্রথম ডোজ নিতে হলে শিক্ষার্থীদেরকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। দ্বিতীয় ডোজ নিতে হলে শিক্ষার্থীদেরকে প্রথম ডোজের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। প্রথমদিকে সিনোফার্মের টিকা প্রদান করা হবে। যারা সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন তারাই আপাতত দ্বিতীয় ডোজ পাবে।

স/রি