কোহলিহীন ভারতের লজ্জার হার! কেন এই ‘অধঃপতন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং বিক্রম সত্ত্বেও হার এড়াতে পারল না ভারত। সিরিজের প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হারল ৭ উইকেটে।

এদিন শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর পরে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। দু’অঙ্কের ঘরে পৌঁছনোর আগেই পড়ে যায় ৩ উইকেট। ৮/৩ থেকে একসময় স্কোর দাঁড়ায় ২৯/৭। এর পর একা ধোনি ‘রক্ষা করে নকল বুঁদির গড়’। ১০টি বাউন্ডারি ও ২টি ছক্কা সহযোগে দুরন্ত ৬৫ করে যান ধোনি। কিন্তু সব মিলিয়ে স্কোরবোর্ড কোনও মতে তিন অঙ্ক পেরিয়েই থমকে যায়। ১১২ রানে শেষ হয় ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২ উইকেট হারায় ১৯ রানে। কিন্তু তবু শেষ পর্যন্ত হার বাঁচাতে পারলেন রোহিতরা। শ্রীলঙ্কা জয়ের রান তুলে নিল ২০.৪ ওভারে।

টেস্ট সিরিজে ১-০ জয়ের পরে বিশ্রামে গিয়েছেন অধিনায়ক বিরাট। অধিনায়কের ব্যাটন রোহিতের হাতে। কোহলিকে ছাড়া মাঠে নেমেই ব্যর্থতা। কোহলি-নির্ভরতা কি ক্রমে জড়িয়ে যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে? সবে প্রথম ম্যাচ। পরবর্তী ম্যাচেও ঘুরে দাঁড়াতে না পারলে কিন্তু কথাটা ক্রমে জোরালো হয়ে উঠবে।