কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন রিবাট কোহলি।

ধারাবাহিক রান করে যাওয়া বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান ইতোমধ্যে ৭০টি সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন কোহলি।

ভারতীয় এই তারকা ক্রিকেটারের একটি রেকর্ড ভেঙে দিলেন  পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০টি ইনিংস লেগেছিল কোহলির। শুক্রবার ২৬তম ইনিংসেই হাজার রানের মাইলফলক টপকে গেলেন বাবর।

বাবর আজমের নেতৃত্বাধীন দলটি চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। দ্বিতীয় ম্যাচে হারায় নিউজিল্যান্ডকে। আর তৃতীয় ম্যাচে শুক্রবার হারায় আফগানিস্তানকে।

অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফাফ ডু প্লেসি, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ৩১ ম্যাচে হাজার রান করেন ডু প্লেসি। ৩২ ম্যাচে করেন অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬ ইনিংস খেলে হাজার রান করেন।

 

সূত্রঃ যুগান্তর